Friday, October 29, 2010

"তুমি কি পড়?", "তুমি কি কর?" এবং আমার "সগর্ব বেকারত্ব"

সম্প্রতি যেখানেই যাচ্ছি বেশ এক বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বিড়ম্বনার কারনঃ মানুষ দেখা হলেই প্রশ্ন করেঃ "তুমি কি পড়?"
প্রশ্নকর্তার মনের ভাব দেখেই প্রশ্নের উত্তর দেই। যদি দেখি সত্যি কথাটা বলা যায় তাহলে প্রশ্নের উত্তরে বলিঃ মাস্টার্স দিলাম - কিংবা এমবিএ শেষ করলাম।
কিন্তু তাতে দেখি আরেক বিপদ। সাথে সাথেই বলে উঠে "এখন কি কর?"
এবারও যদি দেখি সত্য বলা যায়, তাহলে বলিঃ "দু'বছর জব করেছি, এখন ছেড়ে দিয়েছি।"(বেকার ঠিক বলা হয়ে উঠেনা, কারন আমরা সবাই জানি ঐটা উহ্য রাখাই শ্রেয়, শ্রোতা ওটা ধরে নিয়ে থাকে)
এতেই জ্বালা। সাথে সাথে আরো একশ'টা প্রশ্নের সম্মুখীন হতে হয়ঃ
"মানুষ এই দুর্মূল্যের বাজারে একটা জব পায়না, আর তুমি জব ছেড়ে দিয়েছ?" "কোথায় জব করতে?" "কেন ছেড়ে দিলে?" "ওমা! ওখানে জব করতে - ওখানে শুনেছি ডলারে বেতন দেয়, আর তুমি ছেড়ে দিলে!!"

পড়েছি এক মহা জ্বালায়!