Thursday, March 26, 2009

কি দেখার কথা কি দেখছি? (আমার সংস্করন)

(ভূমিকাঃ হায়দার হুসাইনের "৩০ বছর" গানটির সমতূল্য কিছু করার দুঃসাহস এই অধমের নেই। তবু সাম্প্রতিক বিডিআর ঘটনাকে কেন্দ্র করে ঐ গানটির কথায় একটু পরিবর্তন এনে কিছু একটা লেখার চেষ্টা করেছি, আজকের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে)

কি দেখার কথা কি দেখছি?
কি শোনার কথা কি শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি?
কি বলার কথা কি বলছি?
৩৮ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি ।।

Friday, March 20, 2009

আমার পনেরো টাকা খেয়ে কি সে বড়লোক হবে?

গতকাল সন্ধ্যা। অফিস শেষে বাসায় ফিরছি। আমার বাসাটা একটু পাহাড়ি জায়গাতে হওয়ায় সাধারনতঃ এই সময়ে রিকশা পেতে একটু কষ্ট হয়। তবুও দু'একজন ফিরিয়ে দেয়ার পর এক মধ্যবয়েসী রিকশাওয়ালা রাজি হলো। ভাড়া একটু বেশি চাইলেও তাতেই চড়ে বসলাম।
সারাদিন কাজের চাপে কোনোদিকে তাকানোর সুযোগ হয়না। তাই এই রিকশা করে বাসায় ফেরার মুহূর্তটাকে একটু উপভোগ করার চেষ্টায় থাকি সবসময়। প্রতিদিনের মতো বিল্ডিং এর ভীড়ে আকাশটা হারিয়ে যাচ্ছে বলে দুঃখ করছিলাম আর সদ্য গড়ে ওঠা অসম্ভব সুন্দর সিডিএ মসজিদটির দিকে তাকিয়ে ভাবছিলাম, এইখানে একদিন নামায পড়তে আসতে হবে।
এমন সময় রিকশাওয়ালা হঠাৎ বলে উঠলেন "আমার পনেরো টাকায় কি সে বড়লোক হবে?"