(ভূমিকাঃ হায়দার হুসাইনের "৩০ বছর" গানটির সমতূল্য কিছু করার দুঃসাহস এই অধমের নেই। তবু সাম্প্রতিক বিডিআর ঘটনাকে কেন্দ্র করে ঐ গানটির কথায় একটু পরিবর্তন এনে কিছু একটা লেখার চেষ্টা করেছি, আজকের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে)
কি দেখার কথা কি দেখছি?
কি শোনার কথা কি শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি?
কি বলার কথা কি বলছি?
৩৮ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি ।।
স্বাধীনতা কি পিলখানাতে নৃশংস হত্যাকাণ্ড?
স্বাধীনতা কি গনকবরে গলিত লাশের গন্ধ ?
স্বাধীনতা কি অভাগা বধূর বৈধব্য বরণ?
স্বাধীনতা কি উদ্বিগ্ন, উৎকন্ঠিত জনগন?
স্বাধীনতা কি ভাইয়ের গুলিতে ভাইয়ের মৃত্যুবরণ,
স্বাধীনতা কি জিম্মি শিশু, নারীর বস্ত্রহরণ??
স্বাধীনতা কি ছেলেহারা মা’র সকরুণ আকুতি?
স্বাধীনতা কি স্বামীহারাদের বিবর্ণ সব স্মৃতি?
স্বাধীনতা কি এতিম শিশুর অবুঝ মনের প্রশ্ন??
স্বাধীনতা কি বাবা হারা ঐ নতুন শিশুর জন্ম??
স্বাধীনতা কি নিখোঁজের খোঁজে লাশের ঘরে সারারাত,
স্বাধীনতা কি স্বদেশের বুকে স্বদেশীর হাতে শাহাদাত???
স্বাধীনতা কি সীমান্তে পাঠানো প্রতিবেশীদের সৈন্য?
স্বাধীনতা কি অবাধে আসা চোরাচালানের পণ্য??
স্বাধীনতা কি মাথা পেতে নেয়া ভিনদেশীদের অভিযোগ?
স্বাধীনতা কি তদন্ত কাজে বিদেশী বাহিনী নিয়োগ??
স্বাধীনতা কি স্বদেশে বসেই পরদেশীদের লেহন?
স্বাধীনতা কি বিচারের আশায় অপেক্ষমান জনগন??
আজ নেই বর্গী, নেই ইংরেজ, নেই পাকিস্তানী হানাদার,
আজো কেন তবু আমার মনে শুন্যতা আর হাহাকার??
আজ তবু কি লাখো শহীদের রক্ত যাবে বৃথা???
আজ তবু কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতিকথা …???
মা হওয়া ৭: টিভি দেখা, না দেখা
-
আমাদের বাসায় টিভি না রাখা (কিংবা না ছাড়া) এবং
টিভি/ইউটিউব/আইপ্যাড/স্মার্টফোন এসব আমাদের মেয়েটার দৈনন্দিন জীবনের অংশ না
করার সিদ্ধান্ত প্রাথমিক ভাবে কোনো ই...
9 years ago
3 comments:
onek vhalo hoyecheto....
chomotkar...
চমৎকার হয়েছে।
কোথায় উত্তর পাবো এইসব জ্বলন্ত প্রশ্নের??? ;(
Post a Comment